ডিজিটাল, টেকসই পরিবশে বান্ধব, সাশ্রয়ী ও আরামদায়ক সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিআরটিএ নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বিগত ৩ (তিন) অর্থ বছরে বিআরটিএ, নওগাঁ সর্কেল, নওগাঁ কর্তৃক ২৭ হাজার ৬১২ টি মোটরযানের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু, ১ হাজার ৭০২ টি মোটরযানের ফিটনেস সার্টিফিকেট ইস্যু/নবায়ন, ২২ হাজার ৫৮০ টি ড্রাইভিং লাইসেন্স (শিক্ষনবীশ লাইসেন্সসহ) ইস্যু ও নবায়ন করা হয়েছে। এছাড়া ২২ হাজার ২১০ টি মোটরযানের রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট ও রেডিও ফ্রিক্যুয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) ট্যাগ সংযোজন করা হয়েছে। মোটরযান সংক্রান্ত বিভিন্ন সার্ভিস প্রদানের মাধ্যমে মোট ৪৭ কোটি ৪৯ লক্ষ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। সড়ক নিরাপত্তা জোরদারকরণের উদ্দেশ্যে গত ৩ অর্থবছরে মোট ১ হাজার ৫০০ জন পেশাদার মোটরযান চালককে সড়ক নিরাপত্তা বিষয়ে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া এসময়ে ৩টি সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে এবং সড়ক নিরাপত্তা ও গণসচেতনতামূলকে ১৮ হাজার ৩ শত স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়েছে। ক্রুটিপূর্ণ এবং ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন মোটরযানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত এ অর্থরিটির ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটবৃন্দের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিগত ৩ অর্থ বছরে মোট ১ হাজার ৮০০ টি মামলা রুজ্জু করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS