গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ
www.brta.naogaon.gov.bd
১) ভিশন ও মিশন
ভিশনঃ ডিজিটাল, টেকসই, নিরাপদ, সুশৃংখল, পরিবেশবান্ধব আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা।
মিশনঃ আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার, সড়ক নিরাপত্তা বিষয়ে অংশীজনের সচেতনতা বৃদ্ধি, যুগোপযোগী সড়ক পরিবহন আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে ডিজিটাল, টেকসই, নিরাপদ, সুশৃংখল, পরিবেশ বান্ধব আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।
২) প্রতিশ্রুত সেবাসমূহ
২.১) নাগরিক সেবা
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
||
ক্রমিক |
সেবার নাম |
সেবা প্রদানে সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
ঊর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর জেলা/উপজেলার কোড,অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
||
০১ |
শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু
|
০১
|
(১) আবেদনকারীর ছবি (সর্বোচ্চ ১৫০ কে.বি);
|
বিআরটিএ সার্ভিস পোর্টালে (http://www.bsp.brta.gov.bd) রেজিস্ট্রেশন/নিবন্ধন করে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন দাখিল।
|
(১) মোটরসাইকেল/থ্রি-হুইলার/ হালকা মোটরযান - ৩৪৫/- টাকা (২) ক্রমিক ১ এর যেকোন দুই ক্যাটাগরি মোটরযান -৫১৮/-টাকা। [বি:দ্র: অনলাইন পেমেন্ট গেটওয়ে চার্জ প্রযোজ্য]
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
||
০২ |
শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের পুনঃপরীক্ষার জন্য আবেদন দাখিল। |
০১
|
১) শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স
|
বিআরটিএ সার্ভিস পোর্টালে (http://www.bsp.brta.gov.bd) শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের পুনঃপরীক্ষার জন্য আবেদন দাখিল। |
মেয়াদ উত্তীর্ণ শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি ৮৭/- টাকা। |
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
||
০৩ |
ড্রাইভিং লাইসেন্স ইস্যু (অপেশাদার) |
৩০ কার্যদিবস |
বিআরটিএ’র সংশ্লিস্ট সার্কেল অফিসে আবেদন করতে হয়। সংশ্লিস্ট কর্তৃপক্ষ ড্রাইভিং লাইসেন্স ইস্যু করবে। |
(১) ড্রাইভিং কম্পিটেন্সি পরীক্ষায় উত্তীর্ণ সনদ;
|
স্মার্ট কার্ড অপেশাদার লাইসেন্স ২৫৪২/- টাকা।
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
||
০৪ |
ড্রাইভিং লাইসেন্স ইস্যু (পেশাদার) |
৩০ কার্যদিবস |
বিআরটিএ’র সংশ্লিস্ট সার্কেল অফিসে আবেদন করতে হয়। সংশ্লিস্ট কর্তৃপক্ষ ড্রাইভিং লাইসেন্স ইস্যু করবে। |
১) ড্রাইভিং কম্পিটেন্সি পরীক্ষায় উত্তীর্ণ সনদ;
|
স্মার্ট কার্ড অপেশাদার লাইসেন্স ১৬৭৯/- টাকা।
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
||
০৫ |
ড্রাইভিং লাইসেন্স নবায়ন (অপেশাদার) |
২০ কার্যদিবস |
ড্রাইভিং লাইসেন্স নবায়ন (অপেশাদার) নবায়নের জন্য গ্রাহককে বিআরটিএ’র সংশ্লিস্ট সার্কেল অফিসে আবেদন করতে হয়। |
(১) পূরণকৃত নির্ধারিত আবেদন ফর্ম (লিংকঃ অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন ফর্ম);
|
স্মার্ট কার্ড অপেশাদার লাইসেন্স ২৪২৭/- টাকা।
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
||
০৬ |
ড্রাইভিং লাইসেন্স নবায়ন (পেশাদার) |
৪০ কার্যদিবস |
ড্রাইভিং লাইসেন্স নবায়ন (পেশাদার) নবায়নের জন্য গ্রাহককে বিআরটিএ’র সংশ্লিস্ট সার্কেল অফিসে আবেদন করতে হয়। |
(১) ড্রাইভিং কম্পিটেন্সি পরীক্ষায় উত্তীর্ণ সনদ;
|
স্মার্ট কার্ড পেশাদার লাইসেন্স ১৫৬৪/- টাকা। [ফি জমাদানের জন্য ব্যাংকের তালিকাঃ
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
||
০৭ |
মোটরযানের রেজিস্ট্রেশন
|
০১
|
সেবাগ্রহণকারীকে সংশ্লিস্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ মোটরসাইকেলের নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। আবেদনটি যাচাই-বাছাই করে সঠিক পাওয়াগেলে গ্রাহককে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফি জমা প্রদান করতে হয়। মোটরসাইকেলটি পরিদর্শন করার পর মোটরযান পরিদর্শকের সুপারিশ সাপেক্ষে সহকারী পরিচালক(ইঞ্জি:) কর্তৃক রেজিস্ট্রেশনের প্রদান করা হয় |
(১) মালিক ও আমদানিকারক/ডিলার কর্তৃক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদনপত্র (বিআরটিএ’র ওয়েবসাইটে পাওয়া যাবে)
|
নিবন্ধনকালে প্রযোজ্য ফি:
(খ) মোটরসাইকেলের ওজন ৯০কেজির বেশী ও ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি বা এর কম হলে সর্বমোট ফি ৮,৮২৯/- । পরবর্তী ২ বছর পরপর প্রতিকিস্তি ২৩০০/- টাকা করে ৪টি কিস্তিতে অবশিস্ট ৯২০০/- টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হবে। (গ) মোটরসাইকেলের ওজন ৯০কেজি বা এর কম এবং ইঞ্জিন ক্যাপাসিটি ১০০সিসি’র বেশী হলে সর্বমোট ফি ১০,১৫২/- ।
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
||
০৮ |
মোটরযানের রেজিস্ট্রেশন
|
০১
|
সেবাগ্রহণকারীকে সংশ্লিস্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ মোটরসাইকেলের নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। আবেদনটি যাচাই-বাছাই করে সঠিক পাওয়াগেলে গ্রাহককে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফি জমা প্রদান করতে হয়। মোটরসাইকেলটি পরিদর্শন করার পর মোটরযান পরিদর্শকের সুপারিশ সাপেক্ষে সহকারী পরিচালক(ইঞ্জি:) কর্তৃক রেজিস্ট্রেশনের প্রদান করা হয়। |
১) মালিক ও আমদানিকারক/ডিলার কর্তৃক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদনপত্র (H-Form) বিআরটিএ’র ওয়েবসাইটে পাওয়া যাবে;
|
মোটরযানের রেজিস্ট্রেশনের সময় প্রদেয় মোট ফি গাড়ির সিসি, সিট সংখ্যা, বোঝাই গাড়ির ওজন ইত্যাদির উপর ভিত্তি করে নির্ধারণ করা রয়েছে, যার তালিকা বিআরটিএ’র ওয়েবসাইটে রয়েছে।
[ফি জমাদান সংক্রান্ত লিংক:
বি:দ্র: (ক)রিকন্ডিশন্ড মোটরযান রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উপরোক্ত ফি এর সাথে মালিকানা বদলী ফি যোগ করতে হবে, যা রেজিস্ট্রেশন ফি এর ৩ ভাগের ১ ভাগ।
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
||
০৯ |
মোটরযানের ফিটনেস নবায়ন |
০২
|
|
বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণের সময় স্বয়ংক্রিয়ভাবে পূরণকৃত সি.এফ.সি/সি.এফ.আর.এ ফরম স্বাক্ষর।
|
(১) ফিটনেস নবায়নফি (ভ্যাটসহ)
[ফি জমাদান সংক্রান্ত লিংক:
|
মোঃ ফয়সাল হাসান মোটরযান পরিদর্শক
মোবাইলঃ 01958-689670
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
||
১০ |
মোটরযানের মালিকানা বদলী |
৩০ কার্যদিবস |
সেবাগ্রহণকারী সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফিসহ আবেদন করতে হবে এবং মোটরযান ও পূর্বের মালিক(বিক্রেতা)-কে বিআরটিএ সার্কেল অফিসে হাজির হতে হবে। মোটরযান পরিদর্শকের সুপারিশ সাপেক্ষে সহকারী পরিচালক(ইঞ্জি:)কর্তৃক মালিকানা বদল করা হয়। |
(১) যথাযথভাবে পূরণকৃত ‘টিও’, ‘টিটিও’ ফরম এবং বিক্রয় রশিদ বিআরটিএ’র ওয়েবসাইটে পাওয়া যাবে;
|
(১) মোটরযানের মালিকানা বদলী ফি মোটরযানের রেজিস্ট্রেশন ফি-এর ৩ ভাগের ১ ভাগ। [এ ক্ষেত্রে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে] (রেজিস্ট্রেশন ফি তালিকা বিআরটিএ’র ওয়েবসাইটে পাওয়া যাবে )।
[ফি জমাদান সংক্রান্ত লিংক:
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
||
১১ |
মোটরযানের রুট পারমিট ইস্যু ও নবায়ন |
১৫ কার্যদিবস |
সেবাগ্রহণকারী সংশ্লিস্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফিসহ তার মোটরযানের রুটপারমিট ইস্যু/নবায়নের জন্য আবেদন করেন। অত:পর বিআরটিএ অফিস কর্তৃক আবেদন যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি)-তে উপস্থাপন করা হয়। কমিটি কর্তৃক অনুমোদিত হলে সদস্যসচিব (সহকারী পরিচালক)রুটপারমিট ইস্যু/নবায়ন করে গ্রাহককে সরবরাহ করা হয়। |
(১) নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ ও স্বাক্ষর (বিআরটিএ’র ওয়েবসাইটে পাওয়া যাবে);
|
(১) বাস/মিনিবাস এর ক্ষেত্রে প্রতি বছর ৫৭৫/- টাকা (এক জেলার জন্য),
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
||
১২ |
মোটরযানের ট্যাক্স টোকেন নবায়ন |
০১ কার্যদিবস |
গ্রাহককে প্রয়োজনীয় ফি জমা প্রদানের পর বিআরটিএ অনুমোদিত ব্যাংক থেকে ট্যাক্স টোকেন নবায়ন করে নিতে হয়। |
(১) পূর্বের ইস্যুকৃত ট্যাক্স টোকেন সার্টিফিকেট (মূল কপি)। |
মোটরযানের প্রকৃতি, আসন সংখ্যা অথবা বহন ক্ষমতার উপর ভিত্তি করে রোড ট্যাক্স ভিন্ন ভিন্ন হবে (রোড ট্যক্স এর পূর্ন তালিকা বিআরটিএ’র ওয়েবসাইটে পাওয়া যাবে)
[ফি জমাদান সংক্রান্ত লিংক:
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|
স্বদেশ কুমার দাস সহকারী পরিচালক(ইঞ্জি:)
|